অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের সবশেষ আসরে খেলার প্রস্তাব পেয়েছিলেন রিশাদ হোসেন। নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) মেলেনি তার। যে কারণে বিগ ব্যাশ লিগে খেলা হয়নি এই লেগস্পিন অলরাউন্ডারের।
রিশাদকে না পেলেও বিগ ব্যাশের শিরোপা ঠিকই ঘরে তুলেছিল হোবার্ট হারিকেন্স। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয়বার তাকে দলে নিয়েছে। তাতে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার সুযোগ এসেছে রিশাদের সামনে। ইতোমধ্যে টুর্নামেন্টটির ১৫তম আসরের সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে রিশাদের হোবার্ট নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর।
আসন্ন বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সবমিলিয়ে হবে ৪৪টি ম্যাচ। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে পার্থের অপ্টাস স্টেডিয়ামে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হবে। যেখানে লড়বে টুর্নামেন্টর অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি স্বাগতিক পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। আর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট।
বিগ ব্যাশের গ্রুপ পর্বে প্রতিটি দল ১০টি ম্যাচ খেলবে। রিশাদের হোবার্ট হারিকেন্স ম্যাচ খেলবে যথাক্রমে ১৬, ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারি। এই প্রথম রাউন্ড চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি নকআউট ও ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের পঞ্চদশ আসরের।
Post a Comment