বাংলাদেশে এমন চুক্তি প্রথম! খেললে টাকা, হারলে শূন্য! বিসিবির চমকপ্রদ ঘোষণা!

 



পারফর্ম করবে, টাকা পাবে ! ব্যার্থ হবে, টাকা পাবে না - শান্ত মিরাজ লিটন দের ব্যার্থতা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান



সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "একজন ক্রিকেটার চেষ্টা করুক বা না করুক ৮-৯ লক্ষ টাকা পায়। এই সিস্টেম বাদ দিন, পারফরম্যান্সের উপর ভিত্তি করে টাকা দিন। ফিফটি করলে ১ লক্ষ টাকা। সেঞ্চুরি করলে ৫ লক্ষ টাকা। ৩ উইকেট নিলে ১ লক্ষ টাকা, এভাবেই বেতন দেওয়া উচিত। তবেই খেলোয়াড়রা তাদের ফিটনেস, ডায়েট এবং দায়িত্ব নিয়ে পারফর্ম করবে"



সম্পুর্ন একমত ! মনের কথা কইছেন । এভাবেই বেতন দেওয়া হোক ‌। পারফর্ম না করেও মাস শেষে কাড়ি কাড়ি টাকা পাবে। ম্যাচের পর ম্যাচ ডাক মে'রে, উইকেট শুন্য থেকেও লাখ টাকার ম্যাচ ফি কেনো পাবে। এসব নিয়ে ভাবার সময় চলে এসেছে। 

Post a Comment

Previous Post Next Post