বাংলাদেশ টেস্ট ইতিহাসে বড় রেকর্ড ভা'ঙা'র দ্বারপ্রান্তে লিটন! শোরগোল ক্রিকেটপাড়ায়!

 

লঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। আগামীকাল বুধবার (২৪ জুন) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হবে দুদলের লড়াই। এই ম্যাচের আগে জোড়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন কুমার দাস।


সাদা জার্সিতে বাংলাদেশের হয়ে ম্যাচের হাফসেঞ্চুরির হাতছানি লিটনের সামনে। দ্বিতীয় টেস্টের একাদশে থাকলেই দশম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫০ ম্যাচে অংশ নেবেন তিনি। ২০১৫ সালের ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।


এখন পর্যন্ত দেশের হয়ে ৪৯টি টেস্ট খেলেছেন লিটন। ৪টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরিতে ৩৪.২৯ গড়ে দুই হাজার ৮৮১ রান করেছেন তিনি।


এছাড়া, বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের মালিক হওয়ার সুযোগ লিটনের সামনে। বর্তমানে সর্বোচ্চ ডিসমিসালে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের পাশে বসে আছেন লিটন। সমান ১১৩টি করে ডিসমিসাল আছে দুজনের। ক্যাচ ও স্ট্যাম্পিংয়েও মিল আছে তাদের। ৯৮টি করে ক্যাচ এবং ১৫টি করে স্টাম্পিং করেছেন দুজনই।


একটা দিকে অবশ্য মুশফিককে পেছনে ফেলেছেন লিটন। মুশফিক খেলেছেন ৯৭ ম্যাচ, লিটনের লেগেছে ৪৯টি। অন্যদিকে আবার মুশফিকের ৯৭ টেস্ট বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

Post a Comment

Previous Post Next Post