বাংলাদেশ জাতীয় দলের পরিচিত মুখ মোহাম্মদ সাইফউদ্দিন এবার নতুন অধ্যায়ের দিকে পা বাড়ালেন। বহু গুঞ্জনের অবসান ঘটিয়ে জানা গেল, তিনি যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন—আর ভবিষ্যতে হয়তো প্রতিনিধিত্ব করতে পারেন যুক্তরাষ্ট্র জাতীয় দলকেও!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাইফউদ্দিন যুক্তরাষ্ট্রে পা রেখেছেন এবং
স্থানীয় এক ফ্র্যাঞ্চাইজির হয়ে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন। জার্সি হাতে তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দলের অন্য বিদেশি খেলোয়াড়রাও।
এই লিগেই খেলছেন আরও অনেক প্রবাসী তারকা, আর যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে অভিবাসী ক্রিকেটারদের সুযোগ দিয়ে।
বাংলাদেশের হয়ে ঝলমলে সূচনা, এখন নতুন ঠিকানার খোঁজে!
২০১৭ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় সাইফউদ্দিনের। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দ্রুত জায়গা করে নিয়েছিলেন দলের মূল অংশে। তবে ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন।
যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন?
বর্তমানে যুক্তরাষ্ট্রে খেলতে গেলে তিন বছর বসবাসের নিয়ম রয়েছে। সাইফউদ্দিন যদি সেখানেই স্থায়ীভাবে থাকতে শুরু করেন, তবে ২০২৭ বিশ্বকাপের আগেই হয়তো দেখা যেতে পারে তাকে Team USA জার্সিতে!
Post a Comment