সাকিবকে সরিয়ে এখন কাঁদছে বাংলাদেশ ক্রিকেট! এটাই এখন বাস্তবতা!

 



 বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল, সবচেয়ে প্রতিভাবান ও বিশ্বমঞ্চে পরিচিত নাম—সাকিব আল হাসান। অথচ সেই সাকিবকেই বারবার বিভ্রান্তিকর সিদ্ধান্ত, অবমূল্যায়ন, আর অদৃশ্য রাজনৈতিক চাপের মাধ্যমে কোণঠাসা করার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


কিন্তু প্রশ্ন থেকে যায়—একজন সাকিবকে চাপা দিতে গিয়ে কী বিসিবি নিজের অস্তিত্বকেই বিপন্ন করে ফেলছে না?



বছরের পর বছর ধরে পারফর্ম করে যাওয়া, দেশের জার্সি গায়ে জিতিয়ে আনা, বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের সম্মান বয়ে আনা সাকিবের মতো খেলোয়াড়ের প্রতি বিসিবির কিছু আচরণ স্পষ্টতই বিতর্কিত। কখনও অধিনায়কত্ব নিয়ে দ্বিধা, কখনও মিডিয়ায় নেতিবাচক প্রচার, আবার কখনও দলে ফেরা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব—এসব সবকিছু মিলিয়ে বোর্ডের নীতিনির্ধারকদের একাংশ যেন সাকিবকেই টার্গেট করে বসেছে।



এরই মধ্যে সাকিবকে ঘিরে যে ধরনের জনসমর্থন তৈরি হয়েছে, তা বোঝায়—তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং কোটি ভক্তের অনুপ্রেরণা। আর যখন বোর্ড সেই মানুষটিকেই অবজ্ঞা করে, তখন আস্থা হারায় দর্শক, সমর্থক, এমনকি খেলোয়াড়েরাও।



 ফলাফল?


বিসিবির সিদ্ধান্তহীনতা, অভ্যন্তরীণ কোন্দল ও ক্রিকেটারদের প্রতি সম্মানহীনতা—সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এক অস্থিরতার মাঝে পড়ে গেছে। ব্যর্থ পরিকল্পনা, অদূরদর্শী নেতৃত্ব, আর ব্যক্তিগত প্রতিহিংসা এখন বোর্ডকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে।


একজন সাকিবকে ধ্বংস করতে গিয়ে যদি পুরো কাঠামোই নড়ে যায়—তাহলে প্রশ্নটা আর ব্যক্তি নয়, প্রশ্নটা পুরো ব্যবস্থাপনাকেই ঘিরে।


Post a Comment

Previous Post Next Post