বাংলাদেশের ক্রিকেটাররা দুই দলে বিভক্ত হয়ে মাঠে নেমেছিল ৫০ ওভারের ম্যাচ খেলতে। চট্টগ্রামে আগে ব্যাট করে সবুজ দল সংগ্রহ করে ২৭০ রান। জবাবে লাল দল থামে ২৬৪ রানে। তানজিম হাসান সাকিবের ফাইফারে মাত্র ৩৯.৩ ওভারেই ২৬৪ রানে অলআউট হয় লাল দল।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান। লাল দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন তাওহীদ হৃদয়। উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলেন পারভেজ হোসেন ইমন ও সৌম্য সরকার। দুই জনই করেন হাফ সেঞ্চুরি।
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
ইমনের ব্যাট থেকে আসে ৭১ বলে ৫৮ রান এবং সৌম্য করেন ৫১ বলে ৫৫ রান। ইমনের ইনিংসে ছিল ৬টি চার। সৌম্যর ইনিংসটি সাজান ছিল ৯টি চার ও একটি ছক্কায়।
তারপর অমিত হাসান ব্যর্থ হন। ১৯ বলে ৮ রান করে আউট হয়ে যান। সৌম্য ও অমিতের উইকেট নেন রিশাদ হোসেন। ইমনের উইকেট পেয়েছিলেন সাইফ হাসান। খানিকবাদেই ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে আউট করেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। রাব্বি করেন ২৫ বলে ৯ রান।
শামীম হোসেনের ব্যাট থেকে আসে ৪০ বলে ২৪ রান। শামীমের স্বভাব-বিরুদ্ধ ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা। তার উইকেটটি পান তাসকিন আহমেদ। অধিনায়ক মেহেদী করেন ৪৩ বলে ৩১ রান। নাসুমের শিকার হন মেহেদী।
একটি করে চার ও ছক্কায় ১১ বলে ১৫ রান করা তানজিম সাকিবকে শিকার করেন তাসকিন। তবে দুর্দান্ত ব্যাটিং করেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ৩৩ বলে ৫৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার উইলো থেকে আসে দৃষ্টিনন্দন তিনটি চার ও চারটি ছক্কা।
নির্ধারিত ৫০ ওভারে সবুজ দল সংগ্রহ করে ৮ উইকেটের বিনিময়ে ২৭০ রান। তাসকিন, নাসুম ও রিশাদ দুইটি করে উইকেট নেন।
জবাবে 'ডাক' পান লাল দলের ওপেনার তানজিদ হাসান তামিম। শরিফুল ইসলামের বলে ক্যাচ আউট হন তিনি। তবে আরেক ওপেনার নাঈম শেখ খেলেন বড় ইনিংস। জাতীয় দলে ফেরার দিনে ৭১ বলে ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। শামীমের বলে এলবিডব্লইউ হওয়ার আগে নাঈম হাঁকান ৭টি চার ও ৪টি ছক্কা।
সাইফ হাসান (৯) ও তাওহীদ হৃদয় (৮) দ্রুতই বিদায় নেন। সাইফকে শিকার করেন সাকিব। তানভীর ইসলামের বলে আউট হন হৃদয়। তারপর বড় ইনিংস খেলেও ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান।
মাত্র ৭০ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সোহান। তার ইনিংসটি সাজান ছিল ৭টি করে চার ও ছক্কায়। সাকিবের বলে ক্যাচ আউট হয়ে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ থেকে যায় সোহানের।
মোসাদ্দেক হোসেন সৈকত ২৩ বলে ৩১ রান করে শামীমের বলে আউট হন। তারপর বাকি তিনটি উইকেটই নেন সাকিব। নাসুম, তাসকিন ও মুকিদুল ইসলাম মুগ্ধকে শিকার করে ২৬৪ রানেই লাল দলকে থামিয়ে দেন তানজিম সাকিব। ফলে ৬ রানের রোমাঞ্চকর জয় পায় সবুজ দল।
Post a Comment