ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও ওয়ানডে দলে সুযোগ পাননি নুরুল হাসান সোহান। দল ঘোষণার দিনেই প্রস্তুতি ম্যাচে ৯৭ রানের আলো ঝলমলে এক ইনিংস খেলে দিয়েছেন জবাব। তাও মাত্র ৭০ বল মোকাবেলা করে হাঁকিয়েছেন সাতটি করে চার-ছক্কা, দেশসেরা বোলারদের বিপক্ষে। এমন ইনিংস খেলার পর অকপটে জানালেন সোহান, ভালো খেলেও জাতীয় দলে সুযোগ না পেলে আক্ষেপ জাগে তার।
প্রস্তুতি ম্যাচে আরও ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়া নিয়ে সোহানের আক্ষেপ নেই। ভালো তো খেলেছেন এর আগেও। মূল্যায়ন কতটুকুই বা পেয়েছেন!
তিনি বলেন, ‘এই ইনিংস নিয়ে আক্ষেপের কিছু নেই। গত কয়েক বছর ধরেই পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভালো সময় যাচ্ছে। ঘরোয়া আসরগুলোও ভালো যাচ্ছে। আমিও নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি। সর্বশেষ যখন ওডিআই খেলেছি ভালো শেষ করেছিলাম। নিয়মিত হতে পারলে হয়ত ক্যারিয়ার ওরকম একটা জায়গায় থাকত।’
সোহান অবশ্য দোষ দিচ্ছেন নিজেকেই, হয়ত নিজেরই কোথাও কমতি বা ঘাটতি ছিল যার কারণে পিছিয়ে গেছেন জাতীয় দলের দৌড় থেকে।
‘সুযোগ আঁকড়ে ধরতে পারিনি যেকোনো কারণে হয়ত। অবশ্যই একটা আক্ষেপ সবসময় থাকবে। জাতীয় দলে খেলাই মূল লক্ষ্য। যখন জাতীয় দলে খেলার স্বপ্ন থাকবে না তখন হয়ত ক্রিকেটই খেলব না।‘
এখনও জাতীয় দলই সোহানের পাখির চোখ। যেদিন জাতীয় দলের তাড়না থাকবে না, সেদিন থেকে আর ক্রিকেটই খেলবেন না এই উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলের দরজা না খোলায় রংপুর রাইডার্স অধিনায়কের আপাতত ভাবনা গ্লোবাল সুপার লিগ নিয়ে।
সোহান বলেন, ‘জাতীয় দল সবসময় ফার্স্ট প্রায়োরিটি। জিএসএলে রংপুরেরও ম্যাচ আছে। এখানে যেহেতু দল পাইনি, ওখানে খেলতে পারি। তবে জাতীয় দলই সবার আগে। ঐ স্বপ্ন বা আশা যখন থাকবে না তখন আর ক্রিকেট খেলব না। গত কয়দিন ধরে ওয়ানডে দলের সাথে প্র্যাকটিস করছিলেন। পূর্ণ মনোযোগ জাতীয় দলেই ছিল। জিএসএল নিয়ে এখনও সেভাবে ভাবিনি। এখন হয়ত চিন্তা করার সময় পাব।’
Post a Comment