অক্টোবরে বিপিএল নিলাম! এবার দেখা যাবে বড় তারকাদের লড়াই!
চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১ জুলাই) অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেন, নির্ধারিত সময় অনুযায়ীই হবে বিপিএল। যদিও এখনো চূড়ান্ত তারিখ জানানো হয়নি, তবে জানা গেছে, খেলোয়াড়দের নিলাম বা ড্রাফট অনুষ্ঠান হতে পারে অক্টোবর মাসের শেষ সপ্তাহে।
বোর্ড সভায় দলগুলোর প্রস্তুতি, বিদেশি ক্রিকেটারদের তালিকা, ভেন্যু ও সম্প্রচার সংক্রান্ত বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। আগের আসরের মতো এবারও ৭টি দল অংশ নেবে টুর্নামেন্টে। খুব শিগগিরই বিসিবি নিলামের নির্ধারিত তারিখ ঘোষণা করবে।
বুধবার (২ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাহবুব আনাম। এই সময় ড্রাফট নিয়ে মাহবুব আনাম বলেন, প্রথমত আমরা একটা টাইমলাইন করেছি। ড্রাফটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না। কারণ আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে যেভাবে বলেছি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে। আগস্টের মধ্যে যদি শেষ করতে পারি, এরপর ফ্র্যাঞ্চাইজি দল যুক্ত করার প্রক্রিয়ায় যাব। সেপ্টেম্বরে যদি এটা আমরা শেষ করতে পারি তাহলে অক্টোবরে আমরা হয়তো ড্রাফটে যেতে পারি।
ডিসেম্বর-জানুয়ারিতে এবারের বিপিএল শুরু হবে। সেই সাথে পাঁচ বছরের জন্য দেওয়া হবে দলের মালিকানা। এর আগে বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রসঙ্গে পরিচালক ইফতেখার মিঠু বলেছিলেন, বিপিএল ফ্র্যাঞ্চাইজি সবার জন্য উন্মুক্ত। ক্রাইটেরিয়া আমরা ঠিক করে নিই, আমাদের যে অভিজ্ঞতা আছে এবং যারা (এজেন্সি) এসব আগে সফলভাবে করেছে, তাদের পরামর্শ সহকারে একটা ক্রাইটেরিয়া ঠিক করা হবে। তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই ক্রাইটেরিয়া পূরণ করলে, আমাদের সরকারের নীতিমালা সবকিছু ঠিক থাকলে তারা (বিদেশি ফ্র্যাঞ্চাইজি) দল নিতে পারবে।
Post a Comment