বাংলাদেশ কি বিশ্বকাপে খেলবে? আইসিসি যা জানাল সবাই চমকে গেল!

 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর বেকায়দায় পড়ে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় গত রাতে দ্বিতীয় ওয়ানডেতেও একটা পর্যায়ে হারতে বসেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬ রানের রুদ্ধশ্বাস জয়ে সমতায় ফেরে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। একই সঙ্গে তারা পেল সুখবরও।


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ৭৬ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রেমাদাসায় গত রাতে মিরাজদের জয়ের পর র‍্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাতে এক ধাপ এগিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। মিরাজের দলের রেটিং পয়েন্ট এখন ৭৮। বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে উইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭৭।


ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কাও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে। চার থেকে পাঁচে নেমে যাওয়া লঙ্কানদের বর্তমান রেটিং পয়েন্ট ১০২। এই সুযোগে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান ৪ নম্বরে উঠেছে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট ১০৪। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই চার দলেরই জায়গা অদলবদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। ২ ও ৩ নম্বরে থাকা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড অবস্থান করছে ৬, ৭ ও ৮ নম্বরে।


দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‍্যাঙ্কিংয়ের প্রথম আটে অবস্থান করতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিং হিসাব করা হবে। সেরা আটে মিরাজ-নাজমুল হোসেন শান্তরা না থাকতে পারলে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্ব থেকে আরও চার দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।


বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। পাল্লেকেলেতে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সবশেষ ২০২৪ সালে বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে লঙ্কানদের বিপক্ষে।

Post a Comment

Previous Post Next Post