ডেথ ওভারে মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর হারে হারে টের পেয়েছি- লঙ্কান ব্যাটার লিয়ানাগে
মুস্তাফিজ দুর্দান্ত বোলার, নিয়মিত আইপিএল খেলে ! তাকে সা'মলানো কঠিন ছিল' - জানিথ লিয়ানাগে
শেষ তিন ওভারে গতকাল লঙ্কানদের জয়ের জন্য দরকার ছিল ২৮ রান। তখনো লঙ্কানদের আশা দেখাচ্ছিলেন জানিথ লিয়ানাগে। তবে ৭৮ রান করা জানিথ লিয়ানাগে কে সফট ডিসমিসালে কট এন্ড বোল্ড করেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ম্যাচ জিতে ১৬ রানের ব্যবধানে। গোটা ম্যাচ ভালো বোলিং করতে না পারা মুস্তাফিজ ডেথ ওভারে আরো একবার দুর্দান্ত বোলিং করেছেন
ম্যাচ শেষে মুস্তাফিজ কে নিয়ে লঙ্কান ব্যাটার জানিথ লিয়ানাগে বলেছেন, "আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভালো। সে আইপিএলে খেলে। অনেক অভিজ্ঞ বোলার। সে ভালো বোলার, সে জানে এই পিচে কীভাবে বল করতে হবে। তাকে সা'মলানো কঠিন ছিল। ফলে মুস্তাফিজকে কৃতিত্ব দিতেই হবে, যেভাবে সে বল করেছে সেজন্য।"
Post a Comment