বড় সিদ্ধান্ত! মিরাজ-লিটন বাদ, দুই ফরম্যাটে নতুন অধিনায়ক ঘোষণা!

 

মিরাজ ও লিটনকে বাদ দিয়ে, ওয়ানডে ও টি-২০র নতুন অধিনায়কের নাম ঘোষণা


যেদিন মাশরাফি দায়িত্ব ছাড়লেন সেদিন থেকেই ওয়ানডেতে ভরাডুবি। মাঝে কিছুটা সময় তামিম ইকবাল দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছেন। আসলে যোগ্য লোকের অধিনে থাকলে দল ভালো করবে স্বাভাবিক। ওডিআইতে ৭ নম্বর বড়বড় দলকে হারানো। স্টিভেন রোডস ডেভ হোয়াটমোরের পর এই লোকটি জাতীয় দলে সাফল্য এনে দিছে। মাঝে কিছুটা হাথুরু অবদান ছিল। 


ভদ্র লোক চাকুরি ছাড়লেন ক্রিকেটে নেমে আসলো কালো ছায়া এ আসে সে আসে কেউ সাফল্য দিতে পারছেনা। আপনি হয়ত আমার সমালোচনা করতে পারেন তাতে কিছু আসে যায়না আমি বলব জাতীয় দলে ওডিআই ও টি টোয়েন্টি যোগ্য অধিনায়ক নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বে সাকিবের রেখে যাওয়া রংপুর চ্যাম্পিওন করেছে। 


তার ভেতর নেতৃত্বের গুন আছে দলকে সামনে থেকে লিড দিতে পারে আফসোস সেই দলে নেই। লিটন মিরাজ এরা ৭-৮ বছর খেলেও কোন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি লিটনের যে ফর্ম তাতে অধিনায়ক তো দুরে থাক তাকে দলে রাখা যায়না। কিন্তু সেই অটোচয়েস হিসেবে টিকে গেছেন সুযোগ পর সুযোগ সব হেলায় হারাচ্ছে। 


নুরুল হাসান সোহানকে দলে ফিরিয়ে নেতৃত্ব দিয়ে দেখেন ১০ টা ম্যাচে মিনিমাম ৬ টা তো জিতবেই সেই বিশ্বাস আছে। জিএসএল স্বাগতিক গায়ানাকে ও হারিয়ে শিরোপা এই সোহান জিতিয়েছে। ঘরোয়া মোস্ট সাকসেসফুল ক্রিকেটার সে একটা সুযোগ ডিজার্ভ করে।

Post a Comment

Previous Post Next Post