শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। তবে এ ম্যাচে ব্যাট হাতে রীতিমতো আলো ছড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। তবে শুধু তাই নয়, ২০২৩ সালের পর থেকে আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন টাইগার কাপ্তান। এ তালিকায় শীর্ষে আছেন ভারতের শুভমান গিল।
২০২৩ সালের পর থেকে এখন পর্যন্ত টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ৮টি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে ২৬টি ওডিআই ইনিংস খেলেছিলেন তিনি। সে বছর সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দুবার।
পরের বছর অবশ্য তেমন ম্যাচ খেলার সুযোগ মেলেনি শান্ত’র। মাত্র ৫ ইনিংস খেলে করেছেন ২৮৬ রান। তার মধ্যে একটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি রয়েছে একটি সেঞ্চুরি। ১২২ রানের দুর্দান্ত সেই ইনিংসটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস।
এ বছর এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তার মধ্যে রয়েছে একটি হাফ-সেঞ্চুরি। সব মিলিয়ে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে মোট ৩টি শতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
গত দুই বছরে লাল বলের ক্রিকেটেও ভালো করেছেন তিনি। ২০২৩ সালে ৮ ইনিংস খেলে শান্ত করেছেন ৪৪০ রান। তার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি। পরের বছর ১৫টি ইনিংস খেললেও কোনো সেঞ্চুরির দেখা পাননি বাঁহাতি এই ব্যাটার।
চলতি বছর সময়টা বেশ ভালোই যাচ্ছে শান্ত’র। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। এ বছর এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে তার ঝুলিতে আছে দুটি শতক।
সব মিলিয়ে ২০২৩ সালের পর থেকে এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত’র ঝুলিতে আছে মোট ৮টি সেঞ্চুরি। আর তাতেই ২০২৩ সালের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। তার সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছেন ভারতের রোহিত শর্মা। গত দুই বছরে রোহিতের সেঞ্চুরির সংখ্যা ৮টি।
এ তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন তিনজন ব্যাটসম্যান- ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট এবং নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। তাদের তিনজনের নামের পাশেই আছে ১০টি সেঞ্চুরি।
২০২৩ সালে টেস্টে ১২ ইনিংস খেলে বিরাট সেঞ্চুরি করেছেন দুটি। পরের বছর ১৯টি ইনিংস খেলে করেছেন মাত্র একটি সেঞ্চুরি। চলতি বছর খেলেছেন মাত্র দুটি ইনিংস, সর্বোচ্চ রানের ইনিংস ১৭। তবে ওয়ানডেতে ২০২৩ সালে তিনি সেঞ্চুরি করেছেন ৬টি। পরের বছর কোনো সেঞ্চুরি পাননি, আর চলতি বছর এই ফরম্যাটে তার নামের পাশে রয়েছে মাত্র একটি শতক।
২০২৩ সালে জো রুট খেলেছেন ১৩টি ওয়ানডে, তবে সে বছর কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। চলতি বছর এই ফরম্যাটে ৯ ইনিংস খেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুটি। টেস্টে ২০২৩ সালে ১৪ ইনিংস খেলে দুটি সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের এই ব্যাটার। তার পরের বছর ৩১ ইনিংস খেলে ৬টি সেঞ্চুরি হাঁকান তিনি। সব মিলিয়ে ২০২৩ সালের পর থেকে এখন পর্যন্ত তার সেঞ্চুরির সংখ্যা ১০টি।
২০২৩ এবং ২০২৪ সালে টেস্টে যথাক্রমে ১৩ ও ১৮টি ইনিংস খেলেছেন কেইন উইলিয়ামসন। গত বছর ৪টি এবং তার আগের বছর ৪টি সেঞ্চুরি করেছেন এই কিউই ব্যাটার। এছাড়া চলতি বছর ৮টি ওয়ানডে ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন দুটি। সব মিলিয়ে তারও সেঞ্চুরির সংখ্যা ১০টি।
এ তালিকায় সবার শীর্ষে আছেন ভারতের শুভমান গিল। ২০২৩ সালে ২৯টি ওয়ানডে খেলে সেঞ্চুরি করেছেন মোট ৫টি। চলতি বছর এই ফরম্যাটে এখন পর্যন্ত গিলের সেঞ্চুরির সংখ্যা দুটি। এবং টেস্ট ক্রিকেটে ২০২৩ সালে ১০ ইনিংসে গিল শতক হাঁকিয়েছেন মাত্র একটি। পরের বছর ২২ ইনিংসে তার শতক ছিলো ৩টি। এবং চলতি বছর এখন পর্যন্ত সেঞ্চুরি করেছেন ১টি। মোট ১৩টি সেঞ্চুরি নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে আছেন ভারতের এই ব্যাটার।
Post a Comment