সারা বিশ্বে শো'কে'র কা'লো ছায়া: ফুটবলে আবারও হৃদয় বিদারক ঘটনা- মাঠেই মা''রা গেলেন

 


বিজয়ের উল্লাসে যখন চারপাশ মাতোয়ারা, তখনই নেমে এল নীরবতা। আনন্দ মুহূর্তেই রূপ নিল কান্নায়। টানা দ্বিতীয়বার লিগ চ্যাম্পিয়ন হওয়া এমসি আলজারের গর্বিত অর্জনের দিনটাই রঙ হারিয়ে গেল এক মর্মান্তিক ঘটনার আঁচড়ে।


৫ জুলাই, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার। লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের গ্যালারিতে চলছিল উৎসবের জোয়ার। ক্লাবপ্রেমে বিভোর হাজারো সমর্থক একসঙ্গে গাইছিলেন বিজয়ের গান। ঠিক তখনই যেন এক ঝটকায় থমকে গেল সময়। গ্যালারির ওপরের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে নিচে পড়ে যান বেশ কয়েকজন দর্শক। মুহূর্তের মধ্যে চিৎকার আর আর্তনাদে ভরে ওঠে চারদিক।



দুর্ভাগ্যজনকভাবে সেই ভাঙা বেষ্টনির নিচে চাপা পড়ে প্রাণ হারান ইয়োনেস নামের এক তরুণ সমর্থক। ক্লাবের প্রতি ভালোবাসা তাঁকে টেনে এনেছিল গ্যালারির ওপরে, কিন্তু সেই ভালোবাসাই শেষ হয়ে গেল এক হৃদয়বিদারক পরিণতিতে।


এমসি আলজার পরে এক বিবৃতিতে এ মৃত্যুর খবর নিশ্চিত করে। ক্লাব সভাপতি গভীর শোক প্রকাশ করে বলেন, “এটা শুধু একজন সমর্থকের মৃত্যু নয়, এটা আমাদের হৃদয়ের একটি অংশ হারানোর মতো।” আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।


এই মর্মান্তিক ঘটনার পরপরই শিরোপা জয়ের পর নির্ধারিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়।


একটি শিরোপা কেবল ট্রফি নয়, হাজারো হৃদয়ের আশা-ভরসা। কিন্তু সেই আশার মঞ্চেই যদি কেড়ে নেয় কোনো প্রাণ, তবে জয়ের উল্লাসও নিঃশব্দে কাঁদে। এমসি আলজারের এই শিরোপা তাই স্মরণীয় হয়ে থাকল আনন্দ আর বিষাদের এক অদ্ভুত দ্বৈত সুরে।


Post a Comment

Previous Post Next Post