উপদেষ্টা পদ ছেড়ে দিলেন – বিসিবির ভেতরে লুকানো ষ'ড়'য'ন্ত্র' ফাঁ'স!

 


অবশেষে আমি সিদ্ধান্তে পৌঁছেছি, বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

আমি নিজে থেকে এই পদে আসিনি, সভাপতির আহ্বানে সম্মান জানিয়ে কাজ শুরু করেছিলাম। দায়িত্ব ছিল সম্পূর্ণ স্বেচ্ছাসেবী, কোনো সম্মানী বা সুবিধা ছিল না। মাঠ পর্যায়ে ঘুরে তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি ও কনটেন্ট নির্মাণ করছিলাম দেশের ক্রিকেট উন্নয়নের স্বার্থেই—যেখানে ছিল না কোনো স্বার্থ, ছিল শুধু দায়বদ্ধতা।

কিন্তু শুরু থেকেই একটি মহল উদ্দেশ্যমূলকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর। আমার কাজকে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বলা হচ্ছে, অথচ আমি ব্যক্তিগত খরচে মাঠে গেছি, মিডিয়ার মতো করেই কনটেন্ট তৈরি করেছি।

এসব বিতর্ক সম্মানিত সভাপতির মনঃসংযোগ নষ্ট করছে, যিনি বাস্তবিক অর্থেই দেশের ক্রিকেটকে বদলে দিতে চান। আমি চাই না, আমার জন্য তিনি বারবার বাধার মুখে পড়ুন।

আমি রাজনীতিবিদ নই, বড় ব্যবসায়ীও নই। আমার পুঁজি শুধু কঠোর পরিশ্রম আর সততা। সেটাকেই বাঁচিয়ে রাখতে, আমি এই পদ থেকে সরে দাঁড়ালাম।

Post a Comment

Previous Post Next Post